গঙ্গা-তিসত্মারপূন্য-প্রবাহ বিধৌত বরেন্দ্র ভূমি পুরাকীর্তির অনন্য নিদর্শন। রাজারামনাথের কীর্তি রামসাগর মহাকালের ললাটে এক রাজটিকা। সাগরসম বিশাল জলরাশিতে ভরপুর এই দীঘির নাম রামসাগর। ১৯৪৭ উত্তরকালে সদ্য ফোটা পারিজাতেরমত এ নামটি বিম্বিত হয় গন মানসে। শুরম্ন হয় পর্যটকদের আনাগোনা। পাড় ভূমিতেতখনও রক্ষ মরম্নর পদছায়া। সৃষ্টি করা হয় সেখানে সবুজ শোভা। সাগর এবংবৃক্ষ-প্রকৃতির অপরম্নপ রম্নপ। নিসর্গের অগ্রযাত্রায় খোলা হয় আরেক পাতা।৩০/০৪/২০০১ খ্রিষ্টাব্দে এলাকাটিকে দেয়া হয় জাতীয় উদ্যানের মর্য়াদা।
উপকথাঃঅতি প্রাচীন কালে বৃষ্টির অভাবে খরার দুর্ভিক্ষ দেখা দেয়। এ অবস্থায় খাদ্যও পানীয় জলের অভাবে শেষ হয় বহু জীবন। রাজা অনেক লোক নিয়োগ করে খনন করলেন এদীঘি। কিন্তু দীঘিতে উঠলোনা এক ফোটা পানি। স্বপ্নাদেশ অনুযায়ী যুবরাজ রামদীঘিতে প্রান বিসর্জন দিলেন। দীঘি পানিতে ভরে উঠলো। পানীয় জলের অভাবমিটলো। যুবরাজের সৃতি অমর হয়ে রইলো। দীঘির নাম হলো রামসাগর।