Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
শিক্ষা প্রেরনা পদক
বিস্তারিত

৯নং আষ্করপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রবত্তিত প্রাইমারী, জুনিয়র, সেকেন্ডারী স্কুল সার্টিফিকেট ও সমমান পরিক্ষায় শ্রেষ্ঠ ফলাফল ও টেলেন্টপুলে বৃত্তি পাওয়া ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করার ধারাবাহিকতায়, গত ১১ অক্টোবর/২০১৪ খ্রিঃ, শনিবার, সকাল ১০’য় স্থানীয় মনসুর চৌধুরী দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিতব্য ‘‘শিক্ষা প্রেরনা পদক’’ প্রদান করা হয়।

            অনুষ্ঠানে, সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আবু বকর ছিদ্দীক (চেয়ারম্যান ৯নং আষ্করপুর ইউনিয়ন পরিষদ, দিনাজপুর সদর, দিনাজপুর) প্রধান অতিথির আসন অলংকৃত করেন, দিনাজপুর সদর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব মোঃ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি, সর্ব জনাব মোঃ আব্দুর রহমান (উপজেলা নির্বাহী অফিসার), কন্দর্প নারায়ন রায় (মাধ্যমিক শিক্ষা অফিসার), এম.জি.এম. সারোয়ার হোসেন (প্রাথমিক শিক্ষা অফিসার), সদর, দিনাজপুর।

            এতে অত্র ইউনিয়নের সকল ছাত্র/ছাত্রী ও অভিভাবকগন সন্তুষ্টি প্রকাশ করেন। এবং অত্র এলাকার ছাত্র/ছাত্রীর লেখাপড়ায় মনযোগী ও ভালো ফলাফল করার জন্য আগ্রহ মত পোষন করছেন। উক্ত ‘‘শিক্ষা প্রেরনা পদক’’ বিতরন সুশিল সমাজে ব্যপক ভাবে প্রসংশিত হয় এবং এই ধরনের ‘‘শিক্ষা প্রেরনা পদক’’ বিতরন অব্যাহত থাকলে শিক্ষার হার বেড়ে যাবে এবং দেশ ও জাতীর  উন্নয়নে সহায়ক হবে।

 

-: ৯নং আষ্করপুর ইউনিয়নের পদক প্রাপ্ত প্রতিষ্ঠানের তালিকা :-

 

ক্রমিক নং

প্রতিষ্ঠানের নাম

স্বর্ন পদক

রৌপ্য পদক

মমত্মব্য

১।

খানপুর উচ্চ বিদ্যালয়

১৫ টি

৭৮ টি

 

২।

মুরারীপুর উচ্চ বিদ্যালয়

০১ টি

১৫ টি

 

৩।

কুশুম্বী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

০২ টি

২৮ টি

 

৪।

খানপুর বাজার দাখিল মাদ্রাসা

০৬ টি

৫১ টি

 

৫।

৯নং আষ্করপুর মনছুর চৌধুরী দাখিল মাদ্রাসা

০২ টি

৩৯ টি

 

৬।

তাজপুর বালিকা দাখিল মাদ্রাসা

০৬ টি

৫৮ টি

 

৭।

৮২ নং নালাহার তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

০২ টি

---

 

৮।

৭৮ নং খানপুর সরকররি প্রাথমিক বিদ্যালয়

০২ টি

---

 

৯।

সরস্বত্তীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

০১ টি

---

 

১০।

মুকুন্দপুর ব্র্যাক স্কুল

০১ টি

---

 

১১।

খানপুর ভিতরপাড়া ব্র্যাক স্কুল

০১ টি

---

 

মোট-

৩৯ টি

২৬৯ টি

 

সর্ব মোট-

৩০৮ টি

 

ডাউনলোড
প্রকাশের তারিখ
29/12/2014